সুর সাধক বাউল-সম্রাট লালন শাহ বাংলা ১১৭৯ সালের পহেলা কার্তিক, ইংরেজ ১৭৭২ খৃষ্টাব্দের অক্টোবর মাসের যশোর জেলার ঝিনাইদহ (বর্তমান জেলা) মহকুমার হরিণাকুন্ডু থানার কুলবেড়ে হরিষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা দরীবুল্লা দেওয়ান ও মাতা আমেনা খাতুনের চার ছেলের তৃতীয় সন্তান লালন শাহ্। শৈশবেই ঘটে তাঁর মাতৃবিয়োগ।
এগার শো ঊনআশি কার্তিকের পহেলা
হরিষপুর গ্রামে সাঁইর আগমন হৈলা।
যশোহর জেলাধীন ঝিনাইদহ কয়
উক্ত মহকুমাধীন হরিষপুর হয়।
গোলাম কাদের হন দাদাজি তাহার
বংশ পরষ্পরা বাস হরিষপুর মাকার।
দরীবুল্লা দেওয়ান তার আব্বাজির নাম
আমিনা খাতুন মাতা এবে প্রকাশিলাম।
বারশত ‘সাতানব্বই’ বাংগালা সনেতে
পহেলা কার্তিক শুক্রবার দিবাঅন্তে
সবারে কাঁদায়ে মোর প্রাণের দয়াল
ওফৎ পাইল মোদের করিয়া পাগল।’
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস