Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

হরিণাকুণ্ডু উপজেলার প্রখ্যাত ব্যক্তির মধ্যে অন্যতম হলো বাউল সম্রাট লালন শাহ (১৭ অক্টোবর ১৭৭৪- ১৭ অক্টোবর ১৮৯০ ) এবং তাঁর গুরু সিরাজ সাঁই।

মরমী কবি লালন শাহ  একাধারে একজন গীতিকার, সুরকার ও শিল্পী। তিনি প্রায় ২৮৮ টি গান লিখেছেন। তার স্মরণে  সরকারি লালন শাহ কলেজ, লালন একাডেমী মাধ্যমিক বিদ্যালয় ও লালন একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।

লালন শাহ ও সিরাজ শাহের জন্মস্থান হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রাম।

প্রখ্যাত ব্যক্তিগনের মধ্যে আাছেন : সাধক পাঞ্জু শাহ, দুদ্দু শাহ ও ফকির মাহমুদ বিশ্বাস এবং বিটিশ বিরোধী আান্দোলনের বিপ্লবী নেতা বাঘা যতিন।