হরিণাকুণ্ডু উপজেলার পটভূমিঃ হরিণাকুণ্ডু উপজেলাটি ২৪ মার্চ, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। উপজেলাটি ঝিনাইদহ জেলার অন্যতম প্রাচীন উপজেলা। জনসংখ্যা ও আয়তনের দিক দিয়ে জেলা দ্বিতীয় ক্ষুদ্রতম উপেজলা। এ উপজেলার নামকরণ সম্পর্কে সঠিকভাবে কোন তথ্য পাওয়া যায় না, তবে কথিত আছে যে, হরিনারায়ণ কুণ্ডু নামের এক প্রভাবশালী ব্যক্তির নামানুসারে হরিণাকুণ্ডু নামকরণ হয়েছিল। হরিণাকুণ্ডৃ উপজেলার পূর্ব দিকে শৈলকুপা উপজেলা, দক্ষিণে ঝিনাইদহ সদর উপজেলা, উত্তরে কুষ্টিয়া জেলার ইবি থানা এবং পশ্চিমে চুয়াডাংগা জেলার আলমডাংগা উপজেলা অবস্থিত। উপজেলাটি ধান, পান, ভূট্রা ও অন্যান্য খাদ্য শস্যে সমৃদ্ধ এবং খাদ্যো্তবৃত্ত এলাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস