Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হরিণাকুণ্ডু উপজেলার নদ নদী ও জলমহালের তথ্য


উপজেলার নদ-নদী হরিণাকুন্ডু উপজেলায় ০২ টি নদী রয়েছে। নদী দুইটি হচ্ছে নবগঙ্গা এবং কুমার নদী। নবগঙ্গা নদীটির দৈর্ঘ্য ২১৪ কিলোমিটার গড় প্রস্থ ৮৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। এটি মাথাভাঙ্গা নদীর শাখা নদী। জেমস রেনেল ১৭৬৪ খ্রিষ্টাব্দে তাঁর মানচিত্রে কুমার নদীর উল্লেখ করেছেন। সে সময়ে এই নদী বর্ষা মৌসুমে পানিতে পূর্ণ থাকলেও শুকনা মৌসুমে নদীটি শুকিয়ে যেত। আশপাশের বহু বিল ও হাওরে পানি এই নদীতে পতিত হতো। এই কারণে এর পানির রঙ ছিল অনেকটা কালো। ফলে স্থানীয়ভাবে এই নদীকে অনেকে কালোবিল বলতো। আলমডাঙ্গা, হরিণাকুণ্ডু, শৈলকুপা, শ্রীপুর, মাগুরা প্রভৃতি কুমার নদীর তীরবর্তী উল্লেখযোগ্য স্থান। এই নদীর তীরে শৈলকুপা উপজেলার অদূরে মনহরদীতে বাদশাহ আকবরের আমলের একটি প্রাচীন মসজিদ এবং কবিরপুরে একটি নীলকুঠির ধগ্ধংসাবশেষ রয়েছে। উল্লেখ্য, নগরকান্দা শহরের নিকট নদীটি স্থানীয়ভাবে শীতলক্ষ্যা নামে পরিচিত।
উল্লেখ্যযোগ্য খাল-বিল, হাওড়,বাওড়  ডাকুপার খাল, কাকলি বিল, কায়েতপাড়া বাওড় (২৬৮ একর), কাপাশহাটিয়া বাওড় (১৫০ একর), সাবেক বিন্নী বাওড় (১০০ একর)